ফরিদপুরে শীতার্তদের পাশে ‘মানবতার ফেরিওয়ালা’ রোমান

এস এ মুরাদ , ফরিদপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৬ পিএম

ফরিদপুরে তরুণ স্বেচ্ছাসেবক ও মানবতার ফেরিওয়ালা হিসেবে সুপরিচিত রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি প্রার্থী মো: খাইরুল ইসলাম রোমান আবারও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উদাহরণ সৃষ্টি করেছেন। টানা তৃতীয় বারের মতো হাড়কাঁপানো শীতের মধ্যে তিনি শীতার্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।

চলমান তীব্র শীতকে সামনে রেখে ফরিদপুরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এই তরুণ সমাজকর্মী। শীতের কষ্টে জর্জরিত মানুষদের মুখে একটুখানি হাসি ফোটাতেই তাঁর এই নিরলস প্রচেষ্টা।

মো: খাইরুল ইসলাম রোমান জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর জীবনের অন্যতম লক্ষ্য। তিনি বিশ্বাস করেন, সামর্থ্য অনুযায়ী একে অপরের পাশে দাঁড়ালেই সমাজে মানবিকতা ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় হবে।

তাঁর এই মহতী উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা নিঃসন্দেহে অনুসরণীয়।

Link copied!