গোপালগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী এস এম জিলানীর গণসংযোগ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৯ পিএম

জসিম মুন্সী, টুঙ্গিপাড়া: গোপালগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া চাইলেন। ধানের শীষের প্রতীক নিয়ে প্রার্থীরা জনগণের দুয়ারে দুয়ারে ঘুরছেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামত করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা তুলে ধরছেন। গণসংযোগ ও উঠান বৈঠকে তাঁরা স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন।

আজ শুক্রবার সকালে এস এম জিলানী নেতাকর্মীদের সাথে নিয়ে বর্নি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে দোয়া চেয়েছেন।

গণসংযোগ প্রসঙ্গে গোপালগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জিলানী বলেন, তফসিল ঘোষণার পর আমাদের গণসংযোগ বন্ধ। এখন আমরা উঠান বৈঠক, সেন্টার কমিটি গঠনসহ প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালাচ্ছি। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ব্যাপক সাড়া পাচ্ছি। তিনি আরও বলেন, জনপ্রতিনিধি জনগণের কাছেই যাবেন। দীর্ঘদিন রাজনীতিতে নেতাদের প্র্যাকটিস নেই, নেতারা মানুষের দ্বারে দ্বারে আসেন না, ঢাকায় বসে থাকেন এবং এমপি হয়ে যান, তারপর আবার জনগণ তাদের পিছে দৌড়ায়। তখন জনগণ তাদের সুখ-দুঃখের কথা বলতে পারে না। তাই জনপ্রতিনিধি হওয়ার আগেও জনগণের কাছে যাওয়া উচিত এবং নির্বাচিত হওয়ার পরও জনগণের সেবা করা উচিত। সেই ভাবনা থেকেই আজ বর্নি ইউনিয়নের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে দোয়া চেয়েছি।

তিনি আরও বলেন, একজন সাধারণ মানুষই রাষ্ট্রের মালিক। জনগণের ভোটেই একজন প্রতিনিধি নির্বাচিত হয়ে সংসদে যান। তাই জনগণের দোয়া ও ভালোবাসা থাকলে হয়তো আমি এবার নির্বাচিত হতে পারবো।

Link copied!