ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে তল্লাশি চালিয়ে একটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র, ককটেল ও গোলাবারুদ উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ৫ সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (৯ জানুয়ারি) ভোর থেকে সেনাবাহিনীর নেতৃত্বে বাহিনীর সদস্যরা খালিয়ারচর, মধ্যার চর ও কদমির চরসহ বিভিন্ন এলাকা ঘিরে ফেলে। এ সময় যৌথবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন বাড়িঘরগুলো চিহ্নিত করে সেসব বাড়িতে অভিযান চালায়। অভিযানে পুলিশের খোয়া যাওয়া একটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলিসহ ৫ রাউন্ড সটগানের কার্তুজ, ৮টি ককটেল, ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, নগদ ১০ লাখ ১৫ হাজার ৮০০ টাকা, টেটা, ৩৮৮টি রামদা, ১টি বড় ছোরা (১৩টি), দা (৭টি), ২টি কুড়াল, ছোট ছোরা (৬টি), চাপাতি (৭টি), হকিস্টিক (৬টি), ৮টি ককটেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বড় টর্চলাইট এবং বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।
স্থানীয়রা জানায়, তল্লাশিকৃত বাড়িগুলো হচ্ছে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মোবারক হোসেনের বাড়ি, কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামতের বাড়ি, কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন যুবলীগের নেতা জয়নালের বাড়ি, ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির জহির রহমানের বাড়ি, সাবেক যুবলীগ নেতা সাত্তারসহ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত নেতাকর্মীদের বাড়ি। এ সময় মোহাম্মদ স্বপন, পারভেজ, মতিন, জাকির, রিংকু মিয়া নামে ৫ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।
এ সময় সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে বাড়ি বাড়ি অভিযান চালিয়ে উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র ও গ্রেপ্তারকৃতদের নিয়ে খালিয়ারচর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো করে।
দুপুরে খালিয়ারচর জাহানারা বেগম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪৫ এমএলআরএস রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসের জনপদ খ্যাত কালাপাহাড়িয়া ইউনিয়নে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আস্তানার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শুক্রবার ভোর থেকে সেনাবাহিনীর ১৪০ জন সদস্য ও থানা পুলিশের দশজন সদস্যকে সাথে নিয়ে যৌথবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ডাকাত ও অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র, টেটা, জু্ইত্যা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :