সোনারগাঁওয়ে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

মইন আল হোসাইন , সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬, ০৬:১৩ পিএম

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৌরসভায় আদমপুর বাজার কমিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় একটি মিলনায়তনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন সেলিম, বিএনপি নেতা এম এ জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রাহিম, মাজহারুল হক মোল্লা, ফিরোজ আহমেদ, হাফেজ আহমেদ, মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের কল্যাণ কামনা করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলটি মাসুম মোল্লার সঞ্চালনায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

Link copied!