তারেক রহমানের মৌলভীবাজার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি

মোঃ আব্দুস সামাদ আজাদ , মৌলভীবাজার জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৯ জানুয়ারী, ২০২৬, ০৫:৪২ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য মৌলভীবাজার সফরকে ঘিরে জেলা বিএনপিতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন ২২ জানুয়ারি মৌলভীবাজারে অনুষ্ঠিতব্য জনসভাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে চাঙাভাব লক্ষ্য করা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, ২২ জানুয়ারি বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য জনসভা সফল করতে জেলা বিএনপি ইতোমধ্যে প্রস্তুতি কমিটি গঠন করেছে। সভাস্থলের নিরাপত্তা, মঞ্চ নির্মাণ, জনসমাগম ও শৃঙ্খলা রক্ষায় পৃথক উপকমিটি গঠন করা হয়েছে।

উপজেলার পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও নেতাকর্মীদের সমন্বয়ে প্রচারণামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, "তারেক রহমানের এই সফর শুধু একটি জনসভা নয়, এটি বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা। আমরা আশা করছি জেলার সব স্তরের মানুষ এই জনসভায় অংশ নেবেন।"

অন্যদিকে জেলা বিএনপির সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন জানান, তারেক রহমান সফরের শুরুতে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন এবং পরবর্তীতে মৌলভীবাজারে এসে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।

দলীয় নেতারা জানান, এই জনসভার মাধ্যমে বিএনপি সরকারের বিগত সময়ের শাসন, অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নির্বাচনকালীন দাবিসমূহ জনগণের সামনে তুলে ধরবে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান জানান দেবে দলটি।

এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

Link copied!