বাংলাদেশের সব অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে সবচেয়ে জটিল ও কঠিন হিসেবে পরিচিত ভূমি মন্ত্রণালয়। সারাদেশে প্রতিনিয়ত সাধারণ মানুষ ভূমি সেবার সঙ্গে যুক্ত থেকে নানা ধরনের সেবা গ্রহণ করছেন। এই প্রেক্ষাপটে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা কর্মকর্তার সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছেন নাটোরের সিংড়া উপজেলার ১ নম্বর সুকাশ ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আমিনুর রহমান।
সারাদেশের ন্যায় নাটোরেও ২০২২ সাল থেকে চালু হয়েছে ডিজিটাল ভূমি সেবা। ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের এই সময়ে সুকাশ ইউনিয়নে দায়িত্ব পালন করে আসছেন ভূমি সহকারী কর্মকর্তা আমিনুর রহমান। এবছর নাটোরে সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে প্রতিদিন বাসা থেকে অফিসে যাতায়াতে প্রায় ৮২ কিলোমিটার পথ অটোরিকশা, সিএনজি ও বাসে অতিক্রম করে সময়মতো অফিসে উপস্থিত হন তিনি। প্রতিকূলতা সত্ত্বেও নিয়মিতভাবে ভূমি গ্রহীতাদের সঠিক ও নির্ভুল সেবা দিয়ে আসছেন বলে স্থানীয়দের অভিযোগের পরিবর্তে রয়েছে সন্তুষ্টি।
আমিনুর রহমান ০২ অক্টোবর ১৯৮৮ সাল থেকে ভূমি সেবায় কর্মজীবন শুরু করেন। দীর্ঘ সময় ধরে অ্যানালগ সেবা থেকে বর্তমান ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরের পুরো প্রক্রিয়ায় নিজেকে সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত রেখে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
সরেজমিনে প্রাপ্ত তথ্যে জানা যায়, দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিকবার সম্মাননা অর্জন করেছেন। ১৯৯৬–১৯৯৭ সালে নাটোর সদর উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় শুভেচ্ছা স্মারক পান। ১৯৯৯–২০০০ সালে নাটোর সদর খাজুরা ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় এবং ২০০১–২০০২ সালে নাটোর সদর বড় হরিশপুর ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনকালে সম্মাননা স্মারক অর্জন করেন। এছাড়া ২০১৯–২০২০ অর্থবছরে ভূমি উন্নয়ন কর শতভাগ আদায়ে বিশেষ শুভেচ্ছা স্মারক লাভ করেন তিনি।
এছাড়াও ডাহিয়া ভূমি অফিসে উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত অবস্থায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সম্মাননা স্মারক লাভ করেন আমিনুর রহমান। পরবর্তীতে ০৩ জানুয়ারি ২০২৪ তারিখে সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন ভূমি অফিসে অতিরিক্ত দায়িত্ব পালনের সময় প্রশিক্ষণ ডিমির অধীনে পাঁচ দিন এবং কমিশনারের সঙ্গে ১২ দিন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন তিনি।
বর্তমানে সুকাশ ইউনিয়ন ভূমি অফিসে দায়িত্ব পালনরত আমিনুর রহমানের এই দীর্ঘ কর্মজীবন ও নিষ্ঠা স্থানীয়ভাবে ভূমি সেবায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :