রায়গঞ্জে গোয়াল ঘর থেকে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

একরামুল হক , রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:২৭ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে গোয়াল ঘর থেকে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের নাম মো. কাজিম উদ্দিন (৪০)। তিনি মৃত সামান আলী শেখের ছেলে। তার বাড়ি চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে নিজ গোয়াল ঘরে রশিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আত্মহত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!