নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সংগ্রামী সভাপতি আব্দুল জলিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য এমরান হোসেন এবং শামিউল ইসলাম পারভেজ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হিল্লোলসহ দলীয় নেতা-কর্মীরা। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ বাস্তবায়নে যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও আগামী দিনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তারা।
আপনার মতামত লিখুন :