ভূমি সেবায় ৩৭ বছর পর অবসরে যাচ্ছেন রিয়াজুল ইসলাম

নাহিদ হাসান , নাটোর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৩ পিএম

নাটোর জেলার সিংড়া উপজেলার ভূমি সহকারী কর্মকর্তা রিয়াজুল ইসলাম দীর্ঘ ৩৭ বছর ভূমি সেবায় নিযুক্ত থাকার পর আগামী ১৪-০২-২০২৬ তারিখে অবসরে যাচ্ছেন। ১৯৮৯ সালের ১১ জুলাই ভূমি সেবার যাত্রা শুরু করেছিলেন তিনি। সততা ও নিষ্ঠার সাথে বড়াইগ্রাম ও লালপুর উপজেলায় দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি সিংড়া উপজেলায় কর্মরত আছেন।

সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী, রিয়াজুল ইসলাম তাঁর কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

১. ২০০১-২০০২ অর্থবছরে চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় ভূমি উন্নয়ন কর আদায়ের (শতকরা হার) জন্য তৃতীয় পুরস্কার।
২. ২০১৬ সালে নাটোর জেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক রাজস্ব সম্মেলনে দ্বিতীয় পুরস্কার, যা তিনি হাতিয়ান্দহ ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় অর্জন করেন।
৩. ২০১৬ সালে সিংড়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে শুভেচ্ছা স্মারক।
৪. ২০১৯-২০২০ অর্থবছরে ভূমি উন্নয়ন কর শতভাগ আদায়ে শুভেচ্ছা স্মারক।
৫. ২০০৬-২০০৭ অর্থবছরে লালপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় ভূমি উন্নয়ন কর আদায়ে দ্বিতীয় পুরস্কার।
৬. ২০১০-২০১১ অর্থবছরে হাতিয়ান্দহ ভূমি অফিসে কর্মরত অবস্থায় ভূমি উন্নয়ন কর আদায়ে প্রথম পুরস্কার।
৭. ২০১৬ অর্থবছরে হাতিয়ান্দহ ভূমি অফিসে কর্মরত অবস্থায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি উন্নয়ন কর শতভাগ আদায়ে দ্বিতীয় পুরস্কার।

এছাড়াও, নাটোর জেলার সর্বোচ্চ ভালো ভূমি সেবার জন্য তিনি সাবেক ডিসি ও সাবেক ভূমি সচিব মো. খলিলুর রহমানের হাত থেকে প্রথম পুরস্কার অর্জন করেছিলেন। ব্যক্তিগত জীবনে রিয়াজুল ইসলাম অত্যন্ত সচেতন। তিনি রাস্তাঘাটে মোবাইল ফোন ব্যবহার করেন না এবং অফিস চলাকালীন সময়ে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম ব্রাউজ করেন না।

Link copied!