কিশোরগঞ্জের কুলিয়ারচরে দেশীয় পাইপগান ও ১৭ রাউন্ড তাজা সীসা কার্তুজ ও ২টি খালি খোসাসহ জিল্লুর নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত জিল্লুর উরফে মোঃ জিয়াউর রহমান জিয়া (৩০) উপজেলার লক্ষীপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা কসাইবাড়ী গ্রামের মোঃ দুলা মিয়ার পুত্র।
জানা যায় গতকাল বুধবার কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, ভৈবর সার্কেল ফয়জুল ইসলাম ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবীর নেতৃত্বে এসআই (নিঃ) সুজন বিশ্বাস এক অভিযান পরিচালনা করে কুলিয়ারচর থানার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা এলাকার জিরা নদীর ব্রিজের পশ্চিম পাশে প্রথম পিলারের নিচের মাথায় খাঁজের ভিতরে গুজা অবস্থায় ০১ (এক) টি দেশীয় তৈরি ০১ টি পাইপগান যা লম্বায় ২৮.৫ ইঞ্চি, যার বাকা হাতল বাট লম্বা ৭” ইঞ্চি, যার মধ্যে স্প্রিং, ফায়ারিং পিন ও ট্রেগার সংযুক্ত এবং ১৭ রাউন্ড তাজা সীসা কার্তুজ ও ২টি খালি খোসাসহ জিল্লুরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় কুলিয়ারচর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৬। ধরা সন্ত্রাস বিরোধী আইনের সন্ত্রাস বিরোধী আইনের ৬(২) এর (অ)/৬(২) এর (আ) /৬(২) এর (উ)/১০/১১/১২/১৩ তৎসহ 19(f) The Arms Act ধারা। মামলার আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুন্নবী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা অন্যান্য আসামীদেরকে সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান পরিচালনা ও মামলাটির তদন্ত অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :