আড়াইহাজারে আড়াই লাখ টাকার অবৈধ আতশবাজিসহ দু’জন গ্রেপ্তার

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৬ জানুয়ারী, ২০২৬, ০৮:০৮ পিএম

আড়াইহাজারে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজিসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী। সোমবার ৫ জানুয়ারি সকাল ৯টায় উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কড়ইকান্দি গ্রামের মৃত লাল মিয়ার ছেলে জজ মিয়া (৫৫) ও সিএনজি চালক কুমিল্লা জেলার মুরাদনগর থানার নবীপুর গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মো. জালাল মিয়া (৩০)।

র‍্যাব সূত্রে জানা যায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী ক্যাম্পের একটি টহল দল বিশনন্দী ফেরিঘাট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি নীল রঙের সিএনজি সন্দেহজনকভাবে দ্রুত পালানোর চেষ্টা করলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে সিএনজির ভেতরে থাকা আটটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে আনুমানিক আড়াই লাখ পিস অবৈধ বিস্ফোরকজাত আতশবাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আতশবাজির আনুমানিক বাজার মূল্য আড়াই লাখ টাকা। পরে দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ আতশবাজি বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এর ৪ ধারায় আড়াইহাজার থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

Link copied!