নিয়ামতপুরে তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইকে মারধরের অভিযোগ ছোট ভাইদের বিরুদ্ধে

আব্দুল্লাহ আল মামুন , নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ জানুয়ারী, ২০২৬, ০৫:১৫ পিএম

নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে আব্দুল আলিম (৪২) নামে বড় ভাই রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের বাদমালঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আব্দুল আলিম বাদী হয়ে বুধবার সকালে নিয়ামতপুর থানায় এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছোট ভাইদের সঙ্গে আব্দুল আলিমের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরপর গ্রাম্য সালিশে বাবা ছাতাব আলী মণ্ডল ছেলেদের মাঝে সম্পত্তি নিজেই ভাগ-বাঁটোয়ারা করে দেন। এরপর থেকে আব্দুল আলিমের হাঁস-মুরগি ছোট ভাইদের জায়গায় গেলে তারা মেরে ফেলেন। তিনি ভাইদের সঙ্গে বিবাদে লিপ্ত হবেন না বলে কাঁটাতারের বেড়া দিতে গেলে ভাইয়েরা বাধা দেয়। দু'ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা লেগে যায়।

এরই জের ধরে গত মঙ্গলবার বিকেলে তিনি হাটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে ছোট ভাই আলমগীর হোসেন, মোবারক হোসেন, আব্দুস সালাম, আরিফা ও আরিফ হোসেন দেশীয় অস্ত্র বাঁশের লাঠি ও হাসুয়া দিয়ে এলোপাতাড়ি মারধর করে। মাথায় হাসুয়ার কোপে রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভুক্তভোগী আব্দুল আলিম বলেন, "ছোট ভাইদের সঙ্গে আমার দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল। হত্যার উদ্দেশ্যে তারা আমাকে হাসুয়া দিয়ে মাথায় কোপ দেয়। এ ঘটনার আমি প্রশাসনের নিকট সুষ্ঠু নিরপেক্ষ বিচার চাই।"

প্রতিপক্ষ আলমগীর হোসেন মোবাইল নেটওয়ার্কের সমস্যা পরেক্ষণে ফোন দিয়ে বলেন, সব অভিযোগ অস্বীকার করেন।

নিয়ামতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, "সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্বের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।"

Link copied!