কেশবপুরে এনজিও সমন্বয় সভায় রিইবের তথ্যভিত্তিক উপস্থাপনা

হারুনার রশীদ বুলবুল , কেশবপুর (যশোর) সংবাদদাতা

প্রকাশিত: ০৫ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৯ পিএম

কেশবপুর উপজেলা মাসিক এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে। কেশবপুর উপজেলা এনজিও কর্মকর্তাদের নিয়ে সোমবার (৫ জানুয়ারি) বিকেল ৪ টায় এই সভা শুরু হয়। এনজিও সমন্বয় পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার এনজিও পরিচালক মোঃ হারুনার রশীদ বুলবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।

অনুষ্ঠানে রিইব এনজিও সমন্বয়কারী খালিদ হাসানের উপস্থাপনায় এনজিও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চিত্র তুলে ধরেন। তিনি মানবাধিকার সুরক্ষা, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে অগ্রসর করে তাদের স্বাবলম্বী করে তোলা, প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অংশগ্রহণ নিশ্চিতকরণ, বাল্যবিবাহ রোধে জনপ্রতিনিধিদের সম্পৃক্তকরণ, নারী নির্যাতন, নারীদের প্রতি সহিংসতা বন্ধের প্রতিকার সহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্ব দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরও উল্লেখ করেন, বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজে বিদ্যমান সকল ধরনের বৈষম্য ও বঞ্চনার অবসান ঘটাতে হবে।

নারী, কিশোরী, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ প্রতিটি মানুষের মানবাধিকার নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন ও নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব না। এই লক্ষ্য অর্জনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, নাগরিক সমাজ এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মিলিত ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। তিনি বলেন, আসুন, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে মানবাধিকার সম্মত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে একসাথে এগিয়ে যাই।

অনুষ্ঠানে উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, কেশবপুরের সকল জিও/এনজিও কর্মকর্তাগণের সাথে নিয়ে কাজ করলে কেশবপুরের উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে এনজিও কর্মকর্তাদের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা, গরিব মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার বিষয় গুরুত্ব দেন। বাল্যবিবাহ রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সাথে কেশবপুর উপজেলার সকল এনজিও কে মাসিক মিটিংয়ে উপস্থিত থেকে তাদের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করতে হবে এই আহ্বানও জানান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হারুনার রশীদ, সমাধান এনজিও সিনিয়র ম্যানেজার মুনছুর আলী, রিইব এনজিও সমন্বয়ক খালেদ হাসান, ভানু রানী, সুবোধ মিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, এস আর যুব ও সমাজ কল্যাণ সংস্থার পরিচালক গোলাম কিবরিয়া, মায়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মিলন হোসেন, কামরুজ্জামান রাজু (ফিল্ড অফিসার, ভাব), পল্লী মঙ্গল কর্মসূচির বুলবুল ইসলাম।

এছাড়া, কেশবপুর এনজিও কর্মকর্তাগণ সুপিয়া পারভীন, মনিরা খানম, সবুরোন নেছা, মোসলেম উদ্দিন, মোঃ মোসলেম উদ্দিন (মানব উন্নয়ন সংস্থা), মনিরা খানম (জীবিকা নারী উন্নয়ন সংস্থা), বিপ্লব কুমার পাল (এনডিও ম্যানেজার) প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!