শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি ও প্রেসক্লাবের নিন্দা

আতাবুর রহমান সানি , শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৬, ০২:০০ পিএম

নরসিংদীর শিবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক কালবেলা ও সময়ের আলো পত্রিকার শিবপুর উপজেলা প্রতিনিধি আবদুর রব শেখ মানিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ভোর ৩টা ৪৫ মিনিটে মোবাইল ফোনে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে শিবপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

জিডিতে তিনি উল্লেখ করেন, শনিবার ভোর পৌনে ৪টার দিকে তার ফোনে +৮৮০৯৬০৩২৭৪৪৭৮ ও +৮৮০৯৬০৩২৮৯৪৬৩ নম্বর থেকে কল আসে। কল রিসিভ করলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। হুমকিদাতার কণ্ঠস্বর বা মোবাইল নম্বরগুলো তার পরিচিত নয়। ঠিক কী উদ্দেশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হলো, তা তিনি নিশ্চিত হতে পারছেন না। এ ঘটনায় বর্তমানে তিনি ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন।

এদিকে সাংবাদিক আবদুর রব শেখ মানিককে হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিবপুর প্রেসক্লাব। ক্লাবের পক্ষ থেকে দ্রুত হুমকিদাতাকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি অভিযোগ (জিডি) পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Link copied!