কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন উপজেলার উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করতে বিরামহীনভাবে কাজ করে চলেছেন। মঙ্গলবার তিনি সাগরদাঁড়ি ইউনিয়নের বিভিন্ন টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও সংশ্লিষ্ট প্রকল্পের কাজের অগ্রগতি, উপকরণের মান এবং শ্রমিকদের উপস্থিতি খতিয়ে দেখেন। তিনি কোথাও কোনো অনিয়ম বা গাফিলতির সুযোগ না রাখতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কের বেহাল দশা পরিদর্শন করেন এবং এলাকাবাসীর ভোগান্তির কথা শোনেন। স্থানীয়দের অভিযোগ ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি অবিলম্বে ওই সড়কটির মেরামত কাজ শুরু করার নির্দেশনা দেন।
ইউএনও রেকসোনা খাতুন বলেন, "সরকারি প্রতিটি উন্নয়ন প্রকল্পের সুফল যেন সাধারণ মানুষ বাস্তবে পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। টিআর ও কাবিখা প্রকল্পে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করা হচ্ছে। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি ভোটের সময়সহ সারা বছর এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।" তিনি আরও বলেন, "কেশবপুরের উন্নয়নকে আরও গতিশীল করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মানুষের ভোগান্তি কমানো এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।"
ইউএনওর এই সরেজমিন কার্যক্রম ও দ্রুত সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী। তারা আশা করছেন, প্রশাসনের এমন তৎপরতায় কেশবপুরের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।
আপনার মতামত লিখুন :