বিরামপুরে চারটি অবৈধ ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা

‎মিশুক আহমেদ , ‎বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৪ জানুয়ারী, ২০২৬, ০৮:০২ পিএম

দিনাজপুরের বিরামপুরে চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা।

অভিযানে উপজেলার টাটকপুরে অবস্থিত এমডি ভাটা, এস এ ভাটা ও এমকেএম ভাটাকে ৩ লক্ষ টাকা করে মোট ৯ লক্ষ টাকা এবং এমডিবি ভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত উদ্দীন জানান, বিরামপুর উপজেলার অবৈধ চারটি ইটভাটায় মোট ১৪ লাখ টাকা জরিমানার পাশাপাশি ইটভাটাগুলোতে তৈরি কাঁচা ইট নষ্ট করা হয়েছে। এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ভাটাগুলোর সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এই অভিযানে র‌্যাব-১৩, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সার্বিক সহায়তা করেন।

Link copied!