Noman Group Advertisement

অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ

একেএম রুহুল আমিন স্বপন , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৫, ০৭:০৭ পিএম

মানুষের পাশে,পরিবর্তনের আশায়-- এই শ্লোগান কে ধারন করে বন্ধু সামাজিক সংস্থা,রোড-০৩,নিকুন্জ-০২, খিলক্ষেতের অস্হায়ী কার্যালয়ে সামনে ছিন্ন মূল,অসহায় দুস্থ মানুষদের জন্য একটি বিশেষ ইফতারে আয়োজন করেছে আজ সংস্থার একদল তরুণ।

আজকের এই বিশেষ ইফতারে আয়োজন যাকজমক ভাবে করা হয়, এখানে কোন প্রধানত অতিথি ,কোন বিশেষ অতিথি ছিল না। আয়োজন টা শুধু দুস্থ মানুষের জন্য ,তাই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই ছিন্ন মূল,অসহায়রা। এ এক ব্যতিক্রমী চিন্তার প্রতিফলন।

 

বন্ধু সামাজিক সংস্থা পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য দৈনিক প্রতিদিন কাগজের প্রতিবেদককে জানান,বাংলাদেশ একটি রক্তিম অধ্যায় পেরিয়ে আজকের অবস্থানে এসে দারিয়েছে।নতুন বাংলাদেশ নির্মাণে তরুণদের এমন প্রতিটি সামাজিক কাজে অংশগ্রহণ জরুরী বলে আমরা মনে করি।আমাদের তরুণদের সব আধিপত্য বাদের ব্যাপারে সচেতন হয়ে ,দেশ ও জাতিকে নিয়ে নিত্য নতুন চিন্তা বাস্তবায়ন করতে প্রতিটি এলাকায় তরুণদের এগিয়ে আসতে হবে।

 


দোয়ার মাধ্যমে ইফতারে কার্যক্রম শুরু হয়।অত্র এলাকার মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা লাইন ধরে ইফতারে স্হলে আসে। বন্ধু সামাজিক সংস্থার উদ্যমী ২৫/৩০ জন যুবকের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আয়োজন টা সম্পন্ন হয়। সংস্থার পক্ষ থেকে মিডিয়া ভাইদের ধন্যবাদ জানানো হয় এবং তারা এই সংস্থার পাশে থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে।

Link copied!
Advertisement