পাবনার সাঁথিয়া উপজেলায় সাঁথিয়া-পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে সিএনজি- নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমনের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় অন্তত আরও ৩জন গুরুতর আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নিহতরা হলেন- পাবনা সদর উপজেলার কৈজুড়ী শ্রীপুর এলাকার মো. জামিলের ছেলে মো. আজিজুল (৪৩) এবং আজিজুলের ছেলে আবু হুরাইরা (৪)।
ঘটনার বিষয়টিকে নিশ্চিত করে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি সাঁথিয়া থেকে পাবনার দিকে যাচ্ছিল আর নসিমন বিপরীত দিক থেকে সাঁথিয়ার দিকে আসছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে নসিমন-অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে অটোরিকশার ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং এবং আহতদের জরুরী চিকিৎসা দেয়া হচ্ছে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ।
আপনার মতামত লিখুন :