উজিরপুরে বিএনপি নেতার বহিষ্কার নিয়ে বিতর্ক: মুখ খুললেন ওয়ার্ড সভাপতির স্ত্রী মনিকা রানী

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৫, ০৭:৩২ পিএম

নাজমুল হক মুন্না, উজিরপুর: বরিশালের উজিরপুর উপজেলার ৩ নম্বর জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক এডভোকেট মিজানুর রহমানকে বহিষ্কারের ঘটনার জেরে নতুন করে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। সম্প্রতি ওয়ার্ড বিএনপির সভাপতি অমরেশ ওঝার সাবেক স্ত্রী মনিকা রানী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা দিয়ে এ বিষয়ে মুখ খুলেছেন।

ভিডিও বার্তায় মনিকা রানী দাবি করেন, “আমি অমরেশ ওঝাকে অনেক আগেই ডিভোর্স দিয়েছি এবং আমাদের সন্তানকে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী আমি লালন-পালন করছি। আমি স্বেচ্ছায় সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এতে কারো জোর বা প্রভাব ছিল না।”

তিনি বলেন, “জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সম্পূর্ণ নির্দোষ। তাকে মিথ্যা অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমি বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।”

ঘটনার সূত্রপাত, ওয়ার্ড বিএনপির সভাপতি অমরেশ ওঝার স্ত্রী মনিকা রানীকে জোর করে নিয়ে যাওয়ার অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এরপর ইউনিয়ন বিএনপি তার দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

তবে মনিকা রানীর এই ভিডিও বার্তা ভাইরাল হলে, বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বিএনপির অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপি বা জেলা বিএনপির শীর্ষ নেতারা এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

Advertisement

Link copied!