গাজীপুরের টঙ্গীতে দায়িত্ব পালনকালে এক ট্রাফিক পুলিশের মাথা ফাটিয়ে দিয়েছে এক অটোরিকশাচালক। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে টঙ্গী স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য মো. সাঈদ (৫০) গাজীপুর মহানগরের ট্রাফিক দক্ষিণ বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি নড়াইল জেলার বাসিন্দা।
আটক অটোরিকশাচালক মুস্তাকিন (৩৫), হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে ডিউটির সময় কনস্টেবল সাঈদ অটোরিকশাচালকদের প্রধান সড়কে যাইতে বাধা দেন। কিন্তু মুস্তাকিন বাধা অমান্য করে রাস্তায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ তার রিকশার চাকা টেস্টার দিয়ে ফুটো করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে চালক পুলিশের হাত থেকে টেস্টার কেড়ে নিয়ে মাথায় সজোরে আঘাত করেন। ফলে ঘটনাস্থলেই ট্রাফিক পুলিশ সদস্য মাথা কেটে গিয়ে রক্তাক্ত হন।
স্থানীয়রা আহত পুলিশকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকেই চালককে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রাফিক ইন্সপেক্টর মাসুম বলেন, অটোচালক আমার এক পুলিশ সদস্যকে আঘাত করেছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ট্রাফিক পুলিশকে আহত করার ঘটনায় অটোচালককে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :