মোমরেজ আলম, নগরকান্দা: ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়নের চাঁদহাট বাজার এলাকা থেকে ১৮০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে নগরকান্দা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
থানার ওসি মোঃ রেজাউল করিমের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার রফিকুল সালথা থানার উত্তর চন্ডবরদী গ্রামের আঃ রহিমের ছেলে।
জিজ্ঞাসাবাদে রফিকুল জানায়, তিনি চাঁদহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী লিটন দত্তের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করতেন। স্থানীয়দের দাবি, লিটন দত্ত দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবসার আড়ালে ইয়াবা বাণিজ্য চালিয়ে আসছেন।
ওসি মোঃ রেজাউল করিম বলেন, “গ্রেফতার রফিকুল বর্তমানে থানায় আটক আছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মূল হোতা লিটন দত্তকেও গ্রেফতারের চেষ্টা চলছে।”
স্থানীয় সচেতন মহল জানান, চাঁদহাট বাজার এলাকায় কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্যে যুক্ত। প্রশাসনের নজরদারি বাড়ালে এই এলাকায় মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে তারা মনে করেন।
আপনার মতামত লিখুন :