কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের কান্দুলিয়া গ্রামে দীর্ঘদিনের ভোগান্তি শেষে অবশেষে কাঁচা রাস্তায় ইটের সলিং কাজ শুরু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর, ২০২৫) দুপুরে কান্দুলিয়া গ্রামের পূর্বপাড়া নাপিতখালি খালের ব্রিজ থেকে ফালু মিয়ার বাড়ি পর্যন্ত নতুন রাস্তার ইটের সলিং উন্নয়ন কাজের উদ্বোধন করেন, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম।
সরকারের কাবিখা কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের ছোঁয়া। বহু বছর ধরে এ রাস্তা বৃষ্টির সময় কাদাময় হয়ে যাতায়াতে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াত।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ মাসুম, মহিলা সদস্য হেনা রাণী দাস, সালুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম,
সালুয়া ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, স্থানীয় বাসিন্দা নূরুল আমীন মাসুদসহ সমাজসেবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রামবাসী।
এসময় ইউপি সদস্য মোঃ মাসুম বলেন, এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করে। বর্ষার সময় রাস্তা কাদা হয়ে যেত, তখন হাঁটাও কষ্টকর হয়ে পড়ত। ইটের সলিং হওয়ার ফলে এখন মানুষ আর ভোগান্তিতে পড়বে না।
উদ্বোধন শেষে চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। ইউএনও স্যার মোঃ ইয়াসিন খন্দকার এঁর সহযোগিতায় এ রাস্তা নির্মাণের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। পর্যায়ক্রমে ইউনিয়নের সব কাঁচা রাস্তাই উন্নয়নের আওতায় আনা হবে।
স্থানীয়রা জানান, এ রাস্তা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ চলাচল করে। নতুন ইটের সলিং হওয়ায় যাতায়াত সহজ ও নিরাপদ হবে।
উন্নয়ন কাজের সূচনা শেষে এলাকাবাসী চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, মাসুম মেম্বার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :