শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আসিফ বেকারিতে জরিমানা

মো. নাইচ হোসেন সুজন , শাজাহানপুর (বগুড়া) সংবাদাতা

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:১১ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

ভোক্তার অধিকার সংরক্ষণে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিরা বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে পরিচালিত অভিযানে “আসিফ বেকারি”-র স্বত্বাধিকারী সঞ্জু মিয়াকে ভোক্তা অধিকার আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের খবরে স্থানীয় ক্রেতারা স্বস্তি প্রকাশ করে বলেন, এমন কার্যক্রম নিয়মিত হলে ভেজাল ও নিম্নমানের খাদ্য বিক্রি অনেকটাই কমে যাবে।

 উল্লেখ্য, গত রবিবার এই বেকারির কেক খেয়ে এক ক্রেতার পরিবার অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি জানিয়েছেন, “ভোক্তার অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন মনিটরিং অব্যাহত থাকবে।”

Link copied!