কালিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় বহুতল ভবন নির্মাণের অভিযোগ

আরাফাত আলী , কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ০৭:৩৭ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

সাতক্ষীরার কালিগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ ভাবে দখল করে বহুতল ভবণ নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদের পাশে এ অবৈধ নির্মাণ কাজ বন্ধের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের  করেছেন শীতলপুর গ্রামের মরহুম শেখ ইউনুছ আলীর ছেলে সাবেক সেনা সদস্য শেখ আব্দুল্লাহ (৫৬)।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কালিগঞ্জের শীতলপুর মৌজায় এসএ ৩৪৬ নম্বর খতিয়ানে পানি উন্নয়ন বোর্ড ৩৭/৭০-৭১ এল,এ কেসের মাধ্যমে ৪২শতক জমি অধিকরণ করেন। সাবেক ৭০৬, ৭০৮ ও ৭৪৭ দাগের ওই অধিকরণকৃত ৪২ শতক জমি বর্তমান জরিপে ৩ নং খতিয়ানে বিআরএস ২৯০৬ দাগে পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডভুক্ত হয়েছে।

কিন্তু উপজেলা পরিষদ মাঠের পাশে অবস্থিত সোনালী ব্যাংক ভবন সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের রেকর্ডীয় ওই জমিতে দ্রুত গতিতে বহুতল ভবন নির্মাণ করছেন শেখ আবু সাইদ (৪৮)। এই অবৈধ নির্মাণ কার্যক্রম বন্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য গত ২৬ অক্টোবর লিখিত অভিযোগ করেন শেখ আব্দুল্লাহ ।

এ ব্যাপারে জানতে চাইলে কালিগঞ্জের সংশ্লিষ্ট (৫নং) পোল্ডারের দায়িত্বে থাকা সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর সেকশান অফিসার (এসও) মো. রোমিত হোসেন ভবন নির্মাণের বিষয়টি নিশ্চিত করে বলেন, জানার পর আমরা গতকাল থেকে কাজ বন্ধ করে দিয়েছি। তবে ওই জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের কিনা তা আমরা নিশ্চিত নই।

অভিযুক্তরা তাদের কাগজপত্র জমা দিয়ে গেছেন। আপতঃদৃষ্টিতে মনে হয়েছে তাদের কাগজপত্র ঠিক আছে। তবে পানি উন্নয়ন বোর্ড ওই জমি অধিগ্রহণ করেছে কিনা তা জানার জন্য সংশ্লিষ্ট দপ্তরের রাজস্ব সার্ভেয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আমাদের কাগজপত্র দেখে দ্রুত বিষয়টি জানাবেন।

Link copied!