উজিরপুরে যৌতুকের অভিযোগে স্ত্রী নির্যাতন, অষ্টম বিয়ের পরিকল্পনায় সাতবারের বর

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ০৮:১৪ পিএম

নাজমুল হক মুন্না, উজিরপুর: বরিশালের উজিরপুরে আনিস মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও অষ্টম বিয়ের পরিকল্পনার অভিযোগ উঠেছে। যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঘটনাটি উপজেলার মুগাকাঠী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনিস মোল্লা আড়াই বছর আগে রোজিনা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। অভিযোগ, সম্প্রতি আগের এক স্ত্রীকে আবার ঘরে তোলার চেষ্টা করলে রোজিনা আপত্তি জানান। এতে ক্ষিপ্ত হয়ে আনিস তার ওপর শারীরিক নির্যাতন চালান।

স্থানীয়দের মতে, আনিস এখন পর্যন্ত সাতবার বিয়ে করেছেন এবং আগের সংসারগুলো থেকে তাঁর চার সন্তান—তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। তারা জানান, নতুন বিয়ের পরিকল্পনা করার আগেই তিনি প্রায়ই বর্তমান স্ত্রী রোজিনার ওপর সহিংসতা চালাতেন।

অভিযুক্ত আনিস মোল্লা বলেন, “ঘটনাটি নিয়ে আগামী বৃহস্পতিবার স্থানীয়দের উপস্থিতিতে সালিশ বৈঠক হবে।”

Link copied!