সাজ্জাদুর রহমান সাজ্জাদ, নাজিরপুর: পিরোজপুরের নাজিরপুরে হেনারা বেগম (৫০) নামে এক গৃহবধূর নাক কেটে দিয়েছে প্রতিবেশী। সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ নৃশংস ঘটনাটি ঘটে। এ ঘটনায় হেনারা বেগমসহ তাঁর ছেলে নাঈম খান (২৬) ও পুত্রবধূ ঝুমুর বেগম (২২) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় হেনারা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ওই নারীর পুত্রবধু প্রত্যক্ষদর্শী ঝুমুর বেগম বলেন, পূর্ব শত্রুতার জেরে সকালে প্রতিবেশী মৃত রফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী হুসি বেগম (৫০) তাঁর দুই মেয়েকে সঙ্গে নিয়ে হেনারা বেগমের ওপর হামলা চালায়। তাঁরা আগে থেকেই ওৎ পেতে ছিল বলে অভিযোগ করেন ঝুমুর। হামলার সময় চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা এগিয়ে গেলে তাঁদের ওপরও আক্রমণ করা হয়।
অন্যদিকে, অভিযুক্ত হুসি বেগম দাবি করেছেন, তার পরিবারের ওপরই আগে হামলা চালানো হয়েছিল। তাঁর দুই মেয়েসহ তারাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেশীদের অভিযোগ, হুসি বেগম স্থানীয় কিছু প্রভাবশালীর ছত্রছায়ায় নানা অপকর্মে লিপ্ত। কেউ প্রতিবাদ করলে তিনি তার মেয়েদের দিয়ে অপমান করান, ফলে ভয়ে কেউ মুখ খোলেন না।
এ বিষয়ে নাজিরপুর থানার ওসি (তদন্ত) শেখ মো. হিলাল উদ্দিন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আপনার মতামত লিখুন :