ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাস্তা পারাপার করতে গিয়ে ট্রাকের ধাক্কায় রমেজা খাতুন (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার নবীনগর থেকে রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) সিএনজি স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রমেজা খাতুন নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের মৃত সুদন মিয়ার স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রমেজা খাতুন কিছুদিন পূর্বে ওমরা হজ পালন করে এসেছেন। আজ দুপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, "ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। নিহতের পরিবারের লোকজন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
আপনার মতামত লিখুন :