৪০ বছরের ইতিহাসের সাক্ষী লাকসাম প্রেসক্লাব, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ পিএম

দেলোয়ার হোসেন, লাকসাম: লাকসাম প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টায় অস্থায়ী কার্যালয়ে মিলাদ মাহফিল, র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। লাকসামের সাংবাদিকরা দীর্ঘ ৪০ বছর ধরে এলাকার সত্য তুলে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন। প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুজিবুর রহমান দুলাল বলেন, “সংগ্রামের মধ্য দিয়ে আজকের শক্ত অবস্থান তৈরি হয়েছে প্রবীণ ও নবীন সাংবাদিকদের সহযোগিতায়।”

উপদেষ্টা এম এস দোহা সতর্ক করেন, নতুন মিডিয়া প্রধানধারার গণমাধ্যমকে চ্যালেঞ্জ করছে, তাই সাংবাদিকদের আরও দক্ষ হতে হবে। সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ বলেন, সিনিয়রদের পরামর্শ নিয়ে প্রেসক্লাবকে মানবিক সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।

এসময় উপস্থিত ছিলেন লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, লাকসাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হামিদুর রহমান, লাকসাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনসহ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি মিলাদ, র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে সম্পন্ন হয় এবং অতিথি ও সাংবাদিকদের কেক কাটার মাধ্যমে উদযাপন শেষ হয়।

Advertisement

Link copied!