উজিরপুরে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম, নারীসহ আহত আরও দুজন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৮ পিএম

নাজমুল হক মুন্না, উজিরপুর: বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য সৈয়দ আঃ মালেক (৭১) প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে পৈত্রিক সম্পত্তিতে বেড়া দিতে গেলে প্রতিপক্ষের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।

মুক্তিযোদ্ধাকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁর ভাইয়ের স্ত্রী তাহমিনা আক্তার (৪৫) এবং ভাইপো সৈয়দ রনি (১৮)-ও গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সৈয়দ আবুল কালাম মন্টু (৫০)-এর নেতৃত্বে মিলি বেগম (৪৫), বকুলি বেগম (৪২), সৈয়দ হিমেল (২০), সৈয়দ হালিম (৫৫)সহ ১০-১২ জনের একটি দল এ হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে মুক্তিযোদ্ধা ও তাঁর স্বজনদের আহত করে।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং মামলা গ্রহণের প্রস্তুতি চলছে। অভিযুক্ত মন্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

Link copied!