মোমরেজ আলম, নগরকান্দা: ফরিদপুরের নগরকান্দায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এম এন একাডেমী মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-০২ আসনের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ। তিনি বলেন, "বেগম জিয়া এখন শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, জাতীয় ঐক্যের প্রতীক। তার জীবন আজ সংকটাপন্ন, তাই সবাই তার জন্য দোয়া করবেন। তিনি হাসলে বাংলাদেশ হাসে। সুস্থ হয়ে তিনি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন।"
মাহফিলে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফজলুল হক টুলু খন্দকার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি আলিমুজ্জামান সেলু, মাহবুব আলী ও আলমগীর হোসেন বকুল, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা, রফিকুল ইসলাম জাজরিস, উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তার।
এ সময় ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান, হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, উপজেলা যুবদলের নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হাসান রাজু, মোমরেজ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহমুদুল হাসান মিরান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, সদস্য সচিব খালিদ হোসেন, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিঞা-সহ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের নেতা হাফেজ রুহুল আমিন।
আপনার মতামত লিখুন :