সুন্দরগঞ্জে রাতের আঁধারে কৃষকের জমির ধান কেটে নিল দুর্বৃত্তরা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার

মোঃ লতিফুর রহমান , সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:১০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভোরের নিস্তব্ধতায় এক কৃষকের ৫৫ শতক জমি থেকে পাকা ধান কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক সুজা মিয়া (৪০)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ শনিবার বিকেলে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামে ঘটনাটি ঘটে।

পৈত্রিকসূত্রে পাওয়া ৫৫ শতক এই জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন সুন্দরগঞ্জ পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল জলিলের ছেলে ভুক্তভোগী সুজা মিয়া।

এজাহারে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জমিটি দখলের পাঁয়তারা চালিয়ে আসছেন ধুমাইটারী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আমিনুল ইসলাম। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ভোরে আমিনুল ইসলাম কয়েকজন সহযোগীকে নিয়ে লাঠি-সোঠা ও ধারালো অস্ত্র-শস্ত্র হাতে দলাবদ্ধ হয়ে জমিতে প্রবেশ করে পাকা ধান কাটতে শুরু করেন। খবর পেয়ে সুজা মিয়া দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে বিবাদীরা অস্ত্র উঁচিয়ে তেড়ে আসে তার দিকে। তিনি অস্ত্র দেখে ভয়ে চিৎকার করলে তার চিৎকারে প্রতিবেশী ছলিম মিয়া, নুরুন্নবী মিয়া ও রাজ্জাক মিয়াসহ স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা হুমকি দেয়, “জমি আমাদের, বাধা দিলে খুন করে লাশ গুম করে ফেলব।”

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় প্রায় ৩০ মণ ধান ও খড় লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ হাজার টাকা।

সুজা মিয়া জানান, প্রতিপক্ষ দীর্ঘদিন ধরেই জমিটি দখলের চেষ্টা করে আসছে। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!