আশিকুর সরকার, রাজারহাট: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চৌকিদার পাড়ায় ‘নব-দিগন্ত শান্তি সংঘ’ কর্তৃক আয়োজিত ‘চৌকিদার পাড়া নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার, ৫ ডিসেম্বর, সন্ধ্যা ৭টায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত নাইট ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন শাখার আমির মো. খলিলুর রহমান (রুকু)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এমসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মুজাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট উপজেলা শাখার সেক্রেটারি মো. মোজাম্মেল হক বাবলু। এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মো. মুকুল মিয়া, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মো. মাসুম মিয়া, এনসিপি রাজারহাট উপজেলা শাখার সভাপতি মো. জমায়েত হোসেন চৌধুরী এবং জাতীয় ছাত্রশক্তি রাজারহাট উপজেলা শাখার আহ্বায়ক মো. হাসান মেহেদী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির মো. খলিলুর রহমান (রুকু) তাঁর বক্তব্যে বলেন, একটি সচেতন সমাজ এবং সুনির্দিষ্ট ও সুন্দরতম যুব সমাজ প্রতিষ্ঠায় খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই সকলের উচিত মাদক ছেড়ে খেলার মাঠে আসা এবং খেলাধুলায় মনোযোগী হওয়া। এসময় ২৬ কুড়িগ্রাম-২ আসনের এনসিপির মনোনীত প্রার্থী ডা. আতিক মুজাহিদ তাঁর বক্তব্যের মধ্য দিয়ে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে উক্ত নাইট ফুটবল টুর্নামেন্টটি সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন :