মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া পুলিশ ফাঁড়ির সামনে গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় এসআই জামাল এক ভ্যানচালককে থাপ্পড় মারেন বলে অভিযোগ উঠেছে। ভ্যানচালক রশিদ আহমদ ভাড়ার টাকা চাওয়ায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।
জানা গেছে, বাহারছড়ার মোশাররফ আলী মিয়ার বাজারে গাছের মিল থেকে লাকড়ি নিতে আসেন বাহারছড়া পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্য। ভ্যানচালক রশিদ আহমদের সঙ্গে ৩০০ টাকায় ভাড়া ঠিক হয়। কিন্তু তিনি ফাঁড়িতে গিয়ে রশিদকে ৩০০ টাকার পরিবর্তে ২০০ টাকা দিয়ে চলে যান। রশিদ বাকি ১০০ টাকা চাইতে গেলে ঐ পুলিশ সদস্য তাকে গালাগালি করতে থাকেন। একপর্যায়ে এসআই জামাল সেলুন দোকান থেকে বেরিয়ে এসে ঐ ভ্যানচালককে গালাগালি করেন, থাপ্পড় মারেন এবং কলার ধরে টানাহেঁচড়া করে মামলা দিয়ে জেলে ভরে রাখার হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ভ্যানচালক রশিদ আহমদ বলেন, "আমি এসআই জামালের সঙ্গে কোনো কথাই বলিনি। তিনি সেলুন দোকান থেকে এসে হঠাৎ আমাকে মারতে থাকেন এবং অকথ্য ভাষায় গালাগালি করতে থাকেন। একপর্যায়ে সেখান থেকে চলে না এলে আমাকে মামলা দিয়ে জেলে ভরে রাখার হুমকি দেন। আমি অসহায় মানুষ, ভ্যান চালিয়ে সংসার চালাই। আমি কোনো অপরাধ করিনি, আমি শুধু আমার ভাড়া চেয়েছি। আমি দেশবাসীর কাছে এই পুলিশের বিচার চাই।"
এ বিষয়ে এসআই জামালের সঙ্গে কথা বললে তিনি ভ্যানচালককে থাপ্পড় মারার কথা অস্বীকার করে বলেন, "আমাদের এক পুলিশ ভাড়া করে আনছে, তবে ভাড়া বেশি হওয়ায় একটু ধমক দিয়েছি।"
ঘটনার সময় উপস্থিত জনগণের সঙ্গে কথা বললে তারা বলেন, "আমরা দোকান থেকে বেরিয়ে ভ্যানচালকটিকে দোকানে নিয়ে আসি। অহেতুক অসহায় মানুষকে মারা কিংবা হয়রানির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি।"
আপনার মতামত লিখুন :