শামসুল আলম মামুন: সাভার মডেল থানার পাকিজা মোড় ও আশুলিয়া থানার গৌরীপুর বটতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের ১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত ৯টা ৩০ মিনিটে সাভার ও আশুলিয়া থানার পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. ডাকাত দলের সদস্য মো. সানি শেখ (২০), পিতা- মৃত স্বপন শেখ, মাতা- আমিরোন, গ্রাম- কামরাঙ্গীরচর ৮ নং গলি, থানা- কামরাঙ্গীরচর, ডিএমপি ঢাকা।
২. ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিবুল ইসলাম (২৪), পিতা- আ. রশিদ, মাতা- মোসা. লাকি বেগম, গ্রাম- বালাপাড়া, থানা- কাউনিয়া, জেলা- রংপুর, বর্তমান ঠিকানা- জামগড়া কবরস্থান রোড, কাঁঠাল তলা, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মো. সিরাজ উদ দৌলাহ এবং এসআই (নিঃ) কাজী কামাল মিয়া জানান, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিনের নেতৃত্বে তাদের সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাত ৯টা ৩০ মিনিটে সাভার ও আশুলিয়া থানার পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মো. মিজানুর রহমান স্যারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে এবং এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাভার মডেল ও আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :