কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার, সম্পাদক মাসুদ

মহিবউল্লাহ কিরন , বরগুনা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৮ পিএম

বরগুনার আমতলী উপজেলার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। আমতলী হাসপাতাল রোডে সমিতির কার্যালয়ে ৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির ১১০ জন ভোটারের মধ্যে ১০৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে প্রার্থী ছিলেন ২ জন। এর মধ্যে মো. জসিম হাওলাদার ৪২ ভোট পান এবং তাঁর নিকটতম প্রার্থী আলহাজ্ব মো. দেলোয়ার হোসেন ৬৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ৩ জন। এর মধ্যে মেহেদী হাসান ৭ ভোট পান, আমিনুল ইসলাম ৪৯ ভোট পান এবং তাঁর নিকটতম প্রার্থী মো. মাসুদ রানা ৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সাংগঠনিক সম্পাদক পদে অন্য কোনো প্রার্থী না থাকায় মো. সোহাগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচনের দায়িত্বে ছিলেন উক্ত সমিতির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, ইউনিয়ন হসপিটালের চেয়ারম্যান মো. রাকিব চৌধুরী রাজু ও আমতলী থানা পুলিশের ২ জন সদস্য। প্রধান দায়িত্বে থাকা মো. হুমায়ুন কবির বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

Link copied!