কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলেন পীরজাদা মাওলানা এমদাদুল হক

এম কে আই জাবেদ , মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৯ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হয়েছেন পীরজাদা মাওলানা এমদাদুল হক। শনিবার দুপুরে ধামঘর ইউনিয়নের খুরুইল বুটিয়াকান্দি দরবার শরীফে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা মাওলানা এমদাদুল হক সাংবাদিকদের জানান, তিনি মুরাদনগর আসন থেকে তার দল বাংলাদেশ রিপাবলিকান পার্টির ‘হাতি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জয়ী হতে পারলে তিনি সচেতন উপজেলার নাগরিকদের নিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে 'যুদ্ধ ঘোষণা' করবেন। এছাড়াও বেকারত্ব কমাতে ও দারিদ্র্য বিমোচনে বিশেষ উদ্যোগ গ্রহণ, মুরাদনগরের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ এবং প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

মাওলানা এমদাদুল হক আড়াইবাড়ী দরবার শরীফের প্রধান খলিফা প্রখ্যাত পীরে কামেল মরহুম মাওলানা আব্দুল আজিজের সাহেবের নাতি। তিনি ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন, তার পিতার নাম পীরজাদা শাহ ছলিম উল্লাহ। তিনি কৃতিত্বের সাথে ফাজিল পাস করে ব্যবসায় যুক্ত হন। তিনি বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং দলটির চট্টগ্রাম বিভাগীয় মনোনয়ন বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করছেন। 'নামিরা হজ্ব এন্ড ওমরা সার্ভিস' এবং মাহিফুল-জামানা গ্রুপের পরিচালক হিসেবে ব্যবসায়িক প্রতিষ্ঠান সুনামের সঙ্গে চালাচ্ছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ মুয়াল্লিম হাজী কল্যাণ ফাউন্ডেশনের মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি খুরুইল সিনিয়র মাদ্রাসা ও আজিজিয়া এতিমখানার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির নেতা শহিদুল ইসলাম, আসলাম হোসেন, আতিকুর রহমান ও নাজমুল হাসান প্রমুখ।

Link copied!