গোপালগঞ্জে হাত-মুখ বাঁধা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩১ পিএম

হোসেন আলী, গোপালগঞ্জ: গোপালগঞ্জ শহরতলীর ঘোষেরচর উত্তরপাড়া এলাকায় হাত ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলের দিকে স্থানীয়রা দুর্গন্ধ টের পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উত্তরপাড়া এলাকার একটি বাগান থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক সপ্তাহ আগে যুবকটিকে হত্যা করে লাশটি সেখানে ফেলে রাখা হয়।

ঘটনাটি তদন্ত করছে পুলিশ। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। পুলিশের পাশাপাশি স্থানীয়রাও এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ প্রকাশ করেছেন।

Link copied!