মুজিবুর রহমানের মনোনয়নের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে অবরোধ ও মশাল মিছিল

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩২ পিএম

আবুল কাশেম, সাতকানিয়া: চট্টগ্রাম-১৫, সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক ঘোষিত লায়ন নাজমুল মোস্তফা আমিনের মনোনয়ন প্রত্যাহার করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রহমানকে মনোনয়নের দাবিতে অবরোধ ও মশাল মিছিল করেছে তাঁর অনুসারীরা।

৬ ডিসেম্বর সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মুজিবুর রহমানের অনুসারীরা সড়ক অবরোধ করে মশাল মিছিল করে।

গত ৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-১৫ আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য, লোহাগাড়ার লায়ন নাজমুল মোস্তফা আমিনের নাম ঘোষণা করলে সাতকানিয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রহমানের অনুসারীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা সাতকানিয়া উপজেলার কেরানীহাটে অবরোধ ও মশাল মিছিল করেন। এতে তাঁর অনুসারীরা জড়ো হয়ে সড়কের বিভিন্ন স্থানে অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়।

এতে যুবদল নেতা আজিজুল হক বলেন, "আমরা মুজিবুর রহমান চেয়ারম্যানের মনোনয়নের দাবিতে অবরোধ করছি। মুজিবুর রহমানকে মনোনয়ন না দেওয়া হলে আমরা অবরোধ চালিয়ে যাব।" অনেকে অভিযোগ করে বলেন, "নাজমুল মোস্তফা আমিনের তেমন কোনো জনপ্রিয়তা নেই। তাঁকে কেউ চেনে না। জনপ্রিয় নেতা মুজিবুর রহমানকে মনোনয়ন দেওয়া হলে সাতকানিয়া-লোহাগাড়া আসন পুনরুদ্ধার করা সহজ হবে, অন্যথায় হারার সম্ভাবনা রয়েছে।"

Advertisement

Link copied!