কয়লা ও লৌহ খনি উত্তোলনের মাধ্যমে আধুনিক পীরগঞ্জ গড়ার প্রত্যয়

মোঃ হানিফ মিয়া , পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৭ পিএম

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সহকারী অধ্যাপক মওলানা মো. নুরুল আমিনের সঙ্গে পীরগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দুপুর ১২টায় পীরগঞ্জ উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মওলানা নুরুল আমিন।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর খাইরুল আযম বিএসসি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মিডিয়া ও তথ্যপ্রযুক্তি বিভাগের সভাপতি মেজবাউল হক।

মতবিনিময় সভায় মওলানা নুরুল আমিন বলেন, পীরগঞ্জে বিদ্যমান প্রাকৃতিক সম্পদ—কয়লা ও লৌহ খনি—সঠিকভাবে উত্তোলন ও ব্যবহারের মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও আধুনিক উপজেলা গড়ে তুলতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।

তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের নিজ দলে কাজ করতে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে। এতে সাড়া না দিলে গ্রেপ্তারসহ নানা ধরনের পুলিশি হয়রানির শিকার হতে হচ্ছে। মতবিনিময় সভায় পীরগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!