হিলিতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল

মোঃ তাহাকিক হাসান , হিলি (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৮ পিএম

দিনাজপুরের হিলিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে স্থানীয় বোয়ালদাড় স্কুল মাঠে এই শোকাবহ কর্মসূচি পালিত হয়।

হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে এই গায়েবানা জানাজা বিকেল পৌনে ৩টায় শুরু হয়। জানাজায় ইমামতি করেন বোয়ালদাড় মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল কালাম। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উক্ত জানাজা ও দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল) বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

মোনাজাতে বক্তারা দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দেশপ্রেম ও গণতন্ত্র রক্ষায় তাঁর ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য বিশেষভাবে প্রার্থনা করেন।

Advertisement

Link copied!