নীলফামারীর কিশোরগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল এলাকার হাসেম আলির ছেলে আশরাফ আলি (২৫), তপন মিয়ার ছেলে জাহিদ হোসেন (২২) ও সফিকুল ইসলাম ভুট্টুর ছেলে সালমান হোসেন (২১)।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। গত সোমবার রাতে ভুক্তভোগী টয়লেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে তাকে অভিযুক্তরা অপহরণ করে নিয়ে যায়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে গতকাল রাতে তাদের উপজেলার মুশা পাকার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করে।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় মামলা দায়ের করা হলে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। আজকে সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :