কুলিয়ারচরের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত আর নেই

মোঃ নাঈমুজ্জামান নাঈম , নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০২ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরের খড়কমারা এলাকার বাসিন্দা, উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র নূরুল মিল্লাত (৭৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) সকাল ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে কুলিয়ারচরসহ কিশোরগঞ্জ জেলার রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে।

নূরুল মিল্লাত দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলিয়ারচর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিএনপির রাজনীতিতে তিনি একজন অভিজ্ঞ, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত ছিলেন।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান জানান, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাতের মৃত্যুতে দলীয়ভাবে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাদাত হোসেন শাহ আলম মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, নূরুল মিল্লাত ছিলেন এলাকার রাজনীতিতে একজন অভিভাবকতুল্য নেতা। তাঁর মৃত্যু দল ও এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ আসর কুলিয়ারচর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে পূর্ব গাইলকাটা মহল্লার পারিবারিক কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে

Link copied!