খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় চৌহালীতে দোয়া মাহফিল

মাহমুদুল হাসান , পাথরঘাটা (বরগুনা) সংবাদাতা

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৫২ পিএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ১৭ জানুয়ারি শনিবার দুপুরে কুরকি গ্রামে মরহুম মুক্তার মোল্লার বাড়িতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আমিরুল ইসলাম খান আলিম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সহ-সভাপতি মো. আনিসুর রহমান সিকদার, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আ. মান্নান, সাহাবউদ্দিন, প্রফেসর মো. হুমায়ুন কবির, বেলকুচির নেতা রাজ্জাক মন্ডল, সাবেক ইউপি সদস্য আ. হাকিম, খাষকালিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জহুরা পারভীন, সাইফুল ইসলাম, খাষপুখুরিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাও. মো. আব্দুল হামিদ।

Link copied!