ফরিদপুরের নগরকান্দা উপজেলার সলিথায় যুব সমাজের উদ্যোগে কে এম ওবায়দুর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ফরিদপুর–০২ (নগরকান্দা–সালথা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম। তবে অনিবার্য কারণবশত তিনি উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষে টুর্নামেন্টের উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা যুবদলের নেতা মোমরেজ আলম।
এ সময় উপস্থিত ছিলেন ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী মোল্লা, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব নাহিদ হাসান, ফুলসুতি ইউনিয়ন যুবদলের নেতা গোলাম মওলা ও মাসুদ মোল্লা, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান (হবি ফকির) এবং উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন ফকির।
খেলার আয়োজক হিসেবে যুব সমাজের পক্ষে উপস্থিত ছিলেন জোবায়ের, বায়েজিদ, সিহাব হাসান, রাসেলসহ অন্যান্যরা।
শামা ওবায়েদ ইসলামের লিখিত বিবৃতি পাঠ করে মোমরেজ আলম বলেন, “যুব সমাজকে নেশা ও সকল অপকর্ম থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিএনপি সরকার গঠন করলে নগরকান্দা ও সালথা উপজেলায় খেলাধুলার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”
টুর্নামেন্টে নগরকান্দা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :