ছাত্রনেতা সৌরভকে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল ফুলবাড়ী

জাকির হোসেন , ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:০১ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ফুলবাড়ী উপজেলা। তার নিঃশর্ত মুক্তি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের অপসারণের দাবিতে ফুঁসে উঠেছে ছাত্র-জনতা।

জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো সাহসী যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার অন্যতম সংগঠক শাহজালাল হোসেন সৌরভকে পরিকল্পিতভাবে ‘ছাত্রলীগ’ সাজিয়ে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে কুড়িগ্রামের ফুলবাড়ী। গত শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময় কয়েক শত ছাত্র-জনতার অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি ফুলবাড়ী থানা গেট থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে স্থানীয় জিরো পয়েন্টে এসে শেষ হয়। সেখানে কয়েক ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা তাদের ক্ষোভ ও প্রতিবাদ জানান। এ সময় পুরো এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জুলাই বিপ্লবের সক্রিয় এক ত্যাগী যোদ্ধাকে সামাজিকভাবে হেয় করতে এবং বৈপ্লবিক শক্তিকে দুর্বল করার অসৎ উদ্দেশ্যে তাকে ‘ছাত্রলীগ’ তকমা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটি শুধু একজন ব্যক্তির ওপর অন্যায় নয়, বরং জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক মোঃ আব্দুল হাই সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সিদরাতুল সবুজ, সদস্য সচিব আযান আহমেদ শাওন, মুখ্য সংগঠক আল ইমরান, ছাত্রদল নেতা সানরোজ বসুনিয়া ও সবুজ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, "যিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বুক পেতে দিয়েছিলেন, আজ তাকেই স্বৈরাচারের দোসর বানিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ফুলবাড়ী থানার ওসি ও নির্দিষ্ট কিছু কর্মকর্তার যোগসাজশে এই গভীর ষড়যন্ত্র বাস্তবায়ন করা হচ্ছে।"

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পুরো কুড়িগ্রাম জেলা অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে বিক্ষোভ শেষে ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ফুলবাড়ী থানার ওসি মাহমুদুল হাসান নাঈম। বৈঠক শেষে ওসি জানান, বিষয়টি ভুলবশত ঘটেছে এবং সৌরভের নিঃশর্ত মুক্তির বিষয়ে আইনি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আশ্বাস দেন তিনি।

Link copied!