মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাদকবিরোধী সচেতনতা ও তারুণ্যের শক্তিকে ক্রীড়ার মাধ্যমে জাগ্রত করতে অনুষ্ঠিত হয়েছে ‘৩৬ জুলাই স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’।
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল — মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার জাফরগঞ্জ-উথুলি আঞ্চলিক সড়ক সংলগ্ন মেসার্স কাশেম-মায়া স’মিলস প্রাঙ্গণে ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের প্রতিপাদ্য ছিল— “রক্তে ভেজা জুলাই: স্মৃতির ক্যানভাসে তারুণ্যের মহোৎসব। যাদের রক্তে আমরা পেলাম নতুন ভোরের ঘ্রাণ, তাঁদের স্মৃতিতে সাজাই আজ এই উৎসবের গান।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. মনির হোসেন এবং ন্যাচারাল ইন্ডিগো লিমিটেডের জেনারেল ম্যানেজার সুমন কুমার সাহা। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবালয় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ।
বিশেষ অতিথি মো. মনির হোসেন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সঠিক পথে পরিচালিত করতে সহায়ক হবে।”
টুর্নামেন্টের ফাইনাল খেলায় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলোয়াড়দের নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেন হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।
অনুষ্ঠানটি আয়োজন ও পরিচালনায় ছিল জাফরগঞ্জ সোসাইটি কেয়ার অ্যাসোসিয়েশন—সমাজ সংস্কার, উন্নয়ন ও আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।
শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :