খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঘড়িষার দোয়া ও মিলাদ মাহফিল

এম এ জব্বার , নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৬ পিএম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়ন যুবদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে ঘড়িষার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চৌকিদার বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান কিরণ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি নিক্সন খান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, সহ-সভাপতি মালেক দেওয়ান, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি জাহাঙ্গীর রাড়ী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, ঘড়িষার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আকরাম বেপারিসহ অনুষ্ঠানে ইউনিয়ন যুবদল নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

দোয়া ও মিলাদ মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও জনগণের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক জীবন ও ত্যাগ দেশবাসীর জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তারা তার আত্মার শান্তি কামনা করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘড়িষার ইউনিয়ন যুবদলের আহবায়ক জসিম ঢালী এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ইমরান চৌকিদার। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মাধ্যমে মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।

Link copied!