শবে বরাত কবে জানা যাবে সোমবার

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৬, ১১:৫৯ এএম

শাবান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার ওপর নির্ভর করে পবিত্র শবে বরাত কবে পালিত হবে—সে সিদ্ধান্ত জানা যাবে আগামীকাল সোমবার। আজ রোববার (১৮ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদ অনুসন্ধান করা হলেও কোথাও চাঁদ দেখার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জ্যোতির্বিদরা।

আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ টুডেকে জানান, জ্যোতির্বিদ্যার হিসাবে রোববার রাত ১১টা ৫২ মিনিটে (সংযুক্ত আরব আমিরাত সময়) নতুন চাঁদের উঠলেও এটি সূর্যাস্তের আগেই অস্ত যাবে। ফলে আজ কোনো দেশেই শাবান মাসের চাঁদ দেখা সম্ভব হবে না।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ বলেন, সোমবার (১৯ জানুয়ারি) শাবানের চাঁদ খালি চোখেই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়াসহ বেশ কয়েকটি দেশে টেলিস্কোপের মাধ্যমেও চাঁদ দেখা যেতে পারে।

জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, আজ চাঁদ দেখা না গেলে রজব মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে হিজরি ১৪৪৭ সনের শাবান মাস শুরু হবে।

শাবান মাসের ১৫তম রাতে পালিত হয় পবিত্র শবে বরাত। সে হিসাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শবে বরাত পালিত হতে পারে ৩ ফেব্রুয়ারি রাতে। বাংলাদেশে যদি সোমবার শাবান মাসের চাঁদ দেখা যায়, তাহলে একই রাতে শবে বরাত পালিত হবে। তবে সোমবার চাঁদ দেখা না গেলে বাংলাদেশে শবে বরাত পালিত হবে ৪ ফেব্রুয়ারি রাতে।

জ্যোতির্বিদ্যার অনুমান অনুসারে, ২০২৬ সালে রমজান মাস শুরু হতে পারে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে। তবে ইসলামি শরিয়ত অনুযায়ী, রমজান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্ট জানিয়েছে, ২০২৬ সালে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। এর মধ্যে বুধবার, ১৮ ফেব্রুয়ারি রমজান শুরুর সবচেয়ে সম্ভাব্য দিন হিসেবে ধরা হচ্ছে। তবে চাঁদ দেখার পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

হিজরি ক্যালেন্ডারের নবম মাস রমজান মুসলমানদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। এ মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন, নামাজ, কোরআন তিলাওয়াত, আত্মশুদ্ধি ও দান-সদকার মাধ্যমে ইবাদতে মনোনিবেশ করেন মুসলমানরা। রমজানের আগে শাবান মাসকে সাধারণত আত্মিক প্রস্তুতি ও রোজার জন্য মানসিক প্রস্তুতির সময় হিসেবে বিবেচনা করা হয়।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৬ সালের রমজান মাস শেষ হতে পারে ১৯ মার্চ। চন্দ্র মাস হওয়ায় রমজানের স্থায়িত্ব ২৯ অথবা ৩০ দিন হতে পারে।

Link copied!