ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ একজন আটক

মোঃ জাকির হোসেন মুন্সি , ভাংগা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:১১ পিএম

ফরিদপুর জেলার ভাঙ্গায় বিশেষ অভিযানে ১৭ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর। আটক ব্যক্তির নাম মোঃ শাহাদাত হোসেন (৫৫)। তিনি শাজাহান চোকদারের ছেলে এবং ভাঙ্গা উপজেলার দোলকুন্ডি গ্রামের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের একটি বিশেষ দল গোপন সংবাদ ভিত্তিতে শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে ভাঙ্গা থানাধীন মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে আটক করার হয়।

এ সময় তার নিকট থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত মাদকসহ ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আলিম সত্যতা নিশ্চিত করে বলেন, একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Link copied!