কিশোরগঞ্জের বাজিতপুরে গাজীরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক ভূঁইয়ার বিরুদ্ধে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতির আনা 'মিথ্যা ও ভিত্তিহীন' অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার শাহজালাল বাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাজীরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুল হক ভূঁইয়া। তিনি বলেন, “গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর আলম হুদা ওরফে আমসু নিজের কার্যালয় নিজেই ভাঙচুর করেন। এরপর তিনি ইউনিয়ন বিএনপি ও আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলেন, যা সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত।”
আজিজুল হক ভূঁইয়া আরও অভিযোগ করেন, আমসু দীর্ঘদিন ধরে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদক ব্যবসা (ইয়াবা), চুরি ও ডাকাতির সঙ্গে জড়িত। এসব অপকর্মের কারণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে অনেক আগেই বয়কট করেছেন। এলাকাবাসী পুলিশের সহযোগিতায় তার বিরুদ্ধে মাদকবিরোধী অভিযানও পরিচালনা করেছে।
তিনি আরও দাবি করেন, বিগত প্রায় ১৫ মাস ধরে আমসুর সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সাংগঠনিক যোগাযোগ নেই। তিনি এককভাবে একটি দোকানের পেছনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের ছবি বাদ দিয়ে কেবল নিজের ও দলীয় শীর্ষ নেতাদের ছবি ব্যবহার করে একটি কথিত অফিস পরিচালনা করছিলেন। ঘটনার রাতে তিনি নিজেই নিজের অফিস ভাঙচুর করে ইউনিয়ন বিএনপির ওপর দোষ চাপানোর অপচেষ্টা চালান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য এবাদুল রহমান আনার বলেন, “আমার সামনেই আমসু নিজের অফিসে ভাঙচুর করেছেন। এরপর তিনি গাজীরচর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে ফাঁসানোর চেষ্টা করছেন। তিনি প্রকৃতপক্ষে মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক বাচ্চু মিয়া, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, বলিয়াদি ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ মিয়া, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুর্তজা আলী জাহাঙ্গীর, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসিমুল হক এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী আহসান সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আপনার মতামত লিখুন :